ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: বিচার বিভাগীয় তদন্ত চান রওশন

গত ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের উপনির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়ম হয়েছে মন্তব্য করে এর বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।

বিবৃতিতে রওশন এরশাদ বলেন, গত ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ওই নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ উঠে এসেছে। সে জন্য নির্বাচন কমিশন ওই আসনের গেজেট প্রকাশ স্থগিত রেখে একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানতে পেরেছি।

তিনি বলেন, এ ব্যাপারে একটি বিচার বিভাগীয় তদন্ত হওয়া বাঞ্ছনীয়। আমি আশা করি নির্বাচন কমিশন এ ব্যাপারে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।