ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি জিলানী, সা. সম্পাদক লিটন

(বাঁ থেকে) জিএম জিলানী শুভ ও লিটন নন্দীছাত্র ইউনিয়নের নতুন সভাপতি জিএম জিলানী শুভ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লিটন নন্দী। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রমেন চক্রবর্তী টিপুকে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে টিএসসি মিলনায়তনে সংগঠনটির ৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়। নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি লাকী আক্তার।

গত ২ এপ্রিল শুরু হয়ে ছাত্র ইউনিয়নের ৩৮তম জাতীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শেষ হয় বৃহস্পতিবার। কাউন্সিল অধিবেশনে উত্থাপিত হয় সাধারণ সম্পাদকের রিপোর্ট, রাজনৈতিক, শিক্ষা ও পরিবেশ প্রস্তাব। এ অধিবেশনে সভাপতিত্ব করেন লাকী আক্তার, পরিচালক ছিলেন জিএম জিলানী শুভ।

নবনির্বাচিত ৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে আরও আছেন— সহ-সাধারণ সম্পাদক জি.এম রাব্বী, মো. ফয়েজ উল্লাহ, ইমরান নাদিম; কোষাধ্যক্ষ কাজী রিতা, দফতর সম্পাদক দীপক শীল, সাংস্কৃতিক সম্পাদক তন্ময় পাল রজত, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রণব চক্রবর্তী, বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মশিউর সজীব, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জওহর লাল রায়, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক রনিয়া সুলতানা ঝুমুর, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সুবীর বৈরাগী।

এছাড়া সদস্য হিসেবে আছেন লাকী আক্তার, অনুপম দত্ত, প্রশান্ত কুমার, নাহিদ আল মোস্তফা, সৌরভ দেব, অটল ভৌমিক, রিয়াজ হোসেন, কামরুল হাসান ইমরান, তপন দেবনাথ, আরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় পাল, সাফায়েত হোসেন,অনিক সরকার উদয়,আসিফ আহমেদ, অভিজিৎ বড়ুয়া, নাদিম মাহমুদ, খ.ম. মিরাজ, আবদুল হালিম।

/সিএ/জেএইচ/