‘জঙ্গিবাদ মোকাবিলায় তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে’

 

আ স ম আব্দুর রব (ছবি: সংগৃহীত)জঙ্গিবাদ মোকাবিলায় তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, ‘জঙ্গিবাদ  মোকাবিলায় বড় দুই দলের বাইরে প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সামাজিক শক্তি নিয়ে ‘তৃতীয় রাজনৈতিক শক্তি’ গড়ে তুলতে হবে। এই শক্তিই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে স্বাধীনতা, সার্বভৌত্ববিরোধী যেকোনও ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হবে। বিদ্যমান সংকটেরও স্থায়ী সমাধান করতে পারবে।’’  শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

আ স ম রব বলেন, ‘বিদ্যমান রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা জনগণের আশা-আকাঙ্ক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র-সমাজ নির্মাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’ তিনি  আরও বলেন, ‘৭২-এর সংবিধান দিয়ে বিদ্যমান সংকটের নিরসন আর সম্ভব হবে না। ঔপনিবেশিক শাসন ব্যবস্থার অবসান, স্বাধীন দেশের উপযোগী শাসন ব্যবস্থা প্রবর্তন, হত্যা-গুম আর লুণ্ঠনের পরিবর্তে আইনের শাসন, রাজনৈতিক অরাজকতা এবং  জঙ্গিবাদ মোকাবিলায় বড় দুই দলের বাইরে প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সামাজিক শক্তি নিয়ে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।’

দেশের স্বার্থবিরোধী কোনও চুক্তি করার এখতিয়ার জনগণ কাউকে দেয়নি উল্লেখ করে জেএসডি সভাপতি বলেন, ‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার প্রশ্নে জনগণের সংগ্রামী চেতনার গতি-প্রকৃতি বিবেচনায় নিয়েই আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করতে হবে।’ 
জেএসডি আয়োজিত জনসভায়  আরও বক্তব্য রাখেন দলটির  সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সিনিয়র  সহ-সভাপতি এম এ গোফরান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক প্রমুখ।
/এসটিএস/এমএনএইচ/