ইসি থেকে সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন সাকি

জোনায়েদ সাকি (ফাইল ছবি)ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র প্রার্থী হবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।
জোনায়েদ সাকির সঙ্গে এদিন থাকবেন গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার ও সম্পাদকমণ্ডলীর সদস্য মনির উদ্দীন পাপ্পু, বাচ্চু ভূঁইয়া।
এর আগে গত ১০ জানুয়ারি গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভায় মেয়র পদে জোনায়েদ সাকির প্রার্থীতা অনুমোদন করা হয়। গতবারও ডিএনসিসি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, ‘শাসকদের বড় দুই দলের তৎপরতায় ঢাকা আজ অচল ও মৃতপ্রায় নগরীতে পরিণত হয়েছে। ঢাকাকে বাঁচানো ও রাজনীতির বাইরে জনগণকে ঐক্যবদ্ধ করা দরকার।’
জোনায়েদ সাকির ভাষ্য, ‘সারাদেশে জনগণের ভেতর পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ঢাকার জনগণের ভেতর ছড়িয়ে দেওয়া ও গভীরতর করা দরকার। দেশরক্ষার কাজের অংশ হিসেবে আজ ঢাকা রক্ষার প্রশ্নটিও সামনে এসেছে। আমরা এই কাজকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি।’