‘ডিএনসিসি নির্বাচন নিয়ে অতীত অভিজ্ঞতার পুনরাবৃত্তি চাই না’

মনোনয়নপত্র সংগ্রহের পর জোনায়েদ সাকি (ছবি: সাজ্জাদ হোসেন)ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ নির্বাচনে বাম-গণতান্ত্রিক ও প্রগতিশীল দলগুলোর পক্ষ থেকে মনোনয়ন পাওয়া জোনায়েদ সাকি বলেছেন, ‘গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি চাই না। আমরা চাই, নির্বাচন কমিশন কোনও দল, ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবে সমান সুযোগ যেন বিনষ্ট না করে।’ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

গণসংহতি আন্দোলনের এই প্রধান সমন্বয়কারীর ভাষ্য, ‘ঢাকাকে বাঁচাতে হবে। দুই দলীয় রাজনীতির বাইরে জনগণকে ঐক্যবদ্ধ করতেই আমরা মেয়র নির্বাচন করছি।’

মনোনয়নপত্র সংগ্রহ করছেন জোনায়েদ সাকি (ছবি: সাজ্জাদ হোসেন)এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জোনায়েদ সাকি। এর আগে সোমবার সন্ধ্যায় (১৫ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে কয়েকটি বাম দলের বৈঠকে তাকে বাম দলগুলোর একক প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।