আলোচনা করে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব চরমোনাই পীরের

 চরমোনাইপীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমরাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সরকার গঠনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বরিশালের বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘বর্তমান সংসদ বহাল রেখে নির্বাচন হলে সে নির্বাচন কখনোই প্রভাবমুক্ত ও গ্রহণযোগ্য হবে না। নির্বাচনে সব দলের সমান সুযোগ সৃষ্টি করতে হলে বর্তমান বিতর্কিত সংসদ ও সংসদ সদস্যদের অবশ্যই ক্ষমতাহীন করতে হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকার গঠনে জাতীয় ঐক্যমত তৈরি করতে হবে। বর্তমান সংসদের প্রতি মানুষের কোনও আস্থা নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য ক্ষমতাসীন সরকারকেই উদ্যোগ নিতে হবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে সম্মানজনক আলাপ-আলোচনা চালিয়ে যেতে হবে।’