মিছবাহ ও আউয়ালের নেতৃত্বে শনিবার নতুন জোটের আত্মপ্রকাশ

মিছবাহুর রহমান চৌধুরী ও এম এ আউয়ালবাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী ও তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়ালের নেতৃত্বে ১৫টি রাজনৈতিক দল ও সংগঠনের জোট হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর হোটেল ইম্পেরিয়ালে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা হবে। জোটটির মুখপাত্র এম এ আউয়াল এ তথ্য জানান।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুক্তিযুদ্ধ ও ইসলামী ভাবধারার ১৫টি রাজনৈতিক দল ও সংগঠনের সমন্বয়ে ‘ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স’ গঠিত হবে। জোটটির মুখপাত্র হিসেবে থাকবেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়াল।

নির্বাচনের আগে নিজেদের মধ্যে সমঝোতাভিত্তিক অবস্থানে পৌঁছাতে কাজ করছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। এই দলগুলো একটি নির্বাচনি জোটের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগের আনুকূল্য লাভে আগ্রহী। এদের মধ্যে কেউ কেউ ‘নির্বাচনি প্রাপ্তি’র আশায় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকেও বেছে নিয়েছে।

ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স প্রসঙ্গে এম এ আউয়াল বলেন, ‘নির্বাচন সামনে রেখে জোটটি আত্মপ্রকাশ করছে। নির্বাচনকে সামনে রেখে জোট হলেও সামনের দিকে আলাপ-আলোচনার মাধ্যমে সামনের দিনের কর্মকাণ্ড নির্ধারিত হবে।’

সর্বশেষ ১০ আগস্ট শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস যোগ দেয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের জোটে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনি সমঝোতা করে দলটি।