শহীদ মিনার থেকে বাম জোটের নির্বাচনি প্রচার শুরু

শহীদ মিনার থেকে বাম জোটের নির্বাচনি প্রচার শুরুশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে নির্বাচনি প্রচার শুরু করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জোটের পক্ষ থেকে মনোনীত বিভিন্ন আসনের প্রার্থীরা ফুল দিয়ে এ প্রচার শুরু করেন।
জোটের প্রার্থীদের দাবি, ভোটের অধিবার ফিরিয়ে দেওয়া, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনের অংশ হিসেবে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। অপশাসন রুখে দিতে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনগণের শক্তি, জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার জানিয়ে নিজেদের প্রার্থীদের সমর্থনে ভোট প্রার্থনা করেন তারা।

শহীদ মিনার থেকে বাম জোটের নির্বাচনি প্রচার শুরুঢাকা-১২ আসন থেকে মনোনীত বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী জোনায়েদ সাকি বলেন, ‘আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছি। মহানগরীর প্রার্থীরা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। সারাদেশেও আমাদের প্রার্থীরা শহীদ মিনারে ফুর দিয়ে তাদের প্রচারণা শুরু করবেন।’
প্রতিকূল পরিস্থিতির মধ্য নির্বাচনে অংশ নিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিকূল পরিস্থিতে আন্দোলনের অংস হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্ঠা করছি। অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
সাকি বলেন, ‘গতকাল রাতে আমার কোদাল প্রতীকের পোস্টার লাগানোর সময় বাধা দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। আমাদের ছেলেদের বলা হয়েছ, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা। এখানে কারও পোস্টার লাগানো চলবে না।’

শহীদ মিনার থেকে বাম জোটের নির্বাচনি প্রচার শুরুনির্বাচন কমিশনকে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ঢাকা - ৬ আসনে প্রার্থী আবু তাহের হোসেন বলেন, ‘গণতন্ত্রহীনতা ও লোটপাটতন্ত্রের বিরুদ্ধে আমরা লড়াইয়ে নেমেছি। সারাদেশে বাম গণতান্ত্রিক জোট যে লড়াই শুরু করেছে, তার অংশ হিসেবে আমি ঢাকা-৬ থেকে অংশ নিচ্ছি।’
জোটের নির্বাচনি প্রচার শুরুর সময় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু, গণসংহতির ফিরোজ আহমেদসহ অন্যনা উপস্থিত ছিলেন।