বুধবার (২৯ জানুয়ারি) বিকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর কমিটির সভায় এই আহ্বান জানান পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
নগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন– মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়, মহানগর নেতা মো. তৌহিদ, মুর্শিদা আক্তার ডেইজি, জাহাঙ্গীর আলম ফজলু, মুর্শিদা আখতার নাহার, আনোয়ারুল ইসলাম টিপু, মুতাসিম বিল্লাহ সানী প্রমুখ।
সভায় আসন্ন পার্টি কংগ্রেসকে সর্বাত্মক সফল করার জন্য নগর পার্টির সর্বস্তরের সংগঠনকে প্রস্তুত করার আহ্বান জানানো হয়।