‘গরিবের অর্থ লুট করে ধনীদের দেওয়াই সরকারের নীতি’

ডেঙ্গু, খুন ও ধর্ষণের প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখছেন গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদদুঃশাসনের প্রতিবাদে দেশের প্রতিটি মানুষ দাবি নিয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ।  তিনি বলেন, ‘এই সরকারের একটা নীতি আছে, সেই নীতিটা হলো যেভাবেই হোক, লুট করে হোক, ট্যাক্স আদায়ের মাধ্যমে হোক, কর আদায়ের মাধ্যমে হোক, গরিবদের অর্থ লুট করে ধনীদের দেওয়া। যে কারণে বাংলাদেশে আজ ধনী-গরিবের বিরাট বৈষম্য।’ সোমবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণফোরাম ঢাকা মহানগরী আয়োজিত ‘ডেঙ্গু, খুন ও ধর্ষণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি’তে তিনি এসব কথা বলেন।

মশার ওষুধ নিয়েও মন্ত্রীরা দুর্নীতি করেন অভিযোগ করে গণফোরাম নেতা  বলেন, ‘বর্তমানের মন্ত্রীরা যত কথা বলেন, সব কথা এক জায়গায় করলে দেখা যাবে বাংলাদেশে একটিও মশা নাই। সব মরে গেছে। কিন্তু তারা শুধ‌ু কথাই  বলেন, মশা মারার কোনও ব্যবস্থা করেন না। দেশে তো একটি মশাও মরে না। কারণ, তারা যে ওষুধ নিয়ে আসেন, সেই ওষুধের মধ্যেও দুর্নীতি করেন।’ সে কারণে ওই ওষুধে মশানিধন হয় না বলেও তিনি মন্তব্য করেন।