দুর্নীতি-জুয়ায় সারাদেশ সয়লাব: ওলামা লীগ

মানববন্ধনে ওলামা লীগের নেতারাসারাদেশে হাজার হাজার কিশোর গ্যাংয়ের খোঁজ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ তুলেছে ওলামা লীগ। সংগঠনটির নেতারা বলছেন, একদিকে চলছে খুন ধর্ষণ, অন্যদিকে দুর্নীতি ও জুয়ায় সয়লাব সারাদেশ। শনিবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এই অভিযোগ করেন।

ওলামা লীগের নেতারা বলেন, দায়িত্বহীনতা, ভেজাল, মজুতদারি, অনিয়ম আর বিশৃঙ্খলায় বিপর্যস্ত সারাদেশ। অথচ ৯৮ ভাগ মুসলমানের দেশে এমনটি হওয়ার কথা ছিল না।

ক্যাসিনো-জুয়া-দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ওলামা লীগ বলে, ‘হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কোনও মানহানিকর বক্তব্য, লেখা, প্রকাশনা, টিভি প্রোগ্রাম, রেডিও প্রোগ্রাম, ইন্টারনেটে স্ট্যাটাসসহ যেকোনও বিষয় প্রকাশ-প্রচারণাকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে। সব শ্রেণির পাঠ্য পুস্তকে হজরত মোহাম্মদ (সা.)-এর জীবনী বাধ্যতামূলক করতে হবে।’

মানববন্ধনে সংগঠনটির সভাপতি আলহাজ মাওলানা মো. আখতার হুসাইন বুখারী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মো. আব্দুস সাত্তার, সহ-সভাপতি মাওলানা মো. শোয়েব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।