নুসরাত হত্যার সাজা থেকে ওসি মোয়াজ্জেম বেরিয়ে গেলেন কীভাবে: মান্না

মানববন্ধনে বক্তব্য রাখছেন মাহমুদুর রহমান মান্নানুসরাত হত্যা মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমের সাজা না হওয়ায় প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, ‘নুসরাত হত্যার ৬ মাসের মাথায় আদালত মামলার রায় দিয়েছেন। এ জন্য সাধুবাদ জানাই। কিন্তু নুসরাত হত্যা মামলায় সাজা থেকে ওসি মোয়াজ্জেম বেরিয়ে গেলেন কীভাবে?’ শনিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ব্যর্থ সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে’ অপরাজেয় বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে তিনি এই প্রশ্ন তোলেন।

মান্না বলেন, ‘নুসরাত হত্যায় অভিযুক্ত ওসি মোয়াজ্জেমের বিষয়ে কী রায় হলো? তিনি কীভাবে বের হয়ে গেলেন? তিনি ২৯ ডিসেম্বর রাতে ভোট ডাকাতিতে সহযোগিতা করেছিলেন বলেই রেহাই পেলেন?’

ক্ষমতাসীনদের উদ্দেশে মান্না বলেন, ‘আপনারা যে ক্ষমতায় আছেন, কোন শুদ্ধ পদ্ধতিতে ক্ষমতায় এসেছেন? ভোট হওয়ার কথা ছিল ৩০ ডিসেম্বর। অথচ ২৯ তারিখ রাতেই ভোট লুট করে নিয়ে নেওয়া হয়েছে।’ আপনারা বলেন, ‘শেখ হাসিনা যদি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন, কিন্তু সবচেয়ে বড় দুর্নীতি তো ২৯ তারিখ রাতে হয়েছে। তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন?’

যুবলীগের কংগ্রেসের এক মাস আগেই সংগঠনটির শীর্ষপদে পরিবর্তনের কঠোর সমালোচনা করে মান্না বলেন, ‘এক মাস পরে যে সংগঠনের সম্মেলন হবে, এক মাস আগেই তার চেয়ারম্যান বদলে দিতে হয় কেন? সম্মেলনে বদলানো যেতো না? সম্মেলনে কমিটি বদলায় না?’

যুবলীগ নেতাদের উদ্দেশে মান্না বলেন, ‘আপনারা শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনার জন্য এক মাস অপেক্ষা করতে পারেননি। তার মানে দলের ভেতরে গোলমাল সামলে নেওয়ার চেষ্টা করছেন। আর মানুষকে বলছেন শুদ্ধি অভিযান চলছে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সুলতানা, নির্বাহী কমিটির সদস্য অর্পণা রায়, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, কৃষক দলের কেন্দ্রীয় নেতা শাজাহান মিয়া সম্রাট, এম জাহাঙ্গীর আলম প্রমুখ।