ডিএসসিসিতে ২০ কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করলো ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলনঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের জন্য ২০ কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (২৫ ডিসেম্বর) দলটি প্রার্থীদের নাম ঘোষণা করে।

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘নির্বাচন নিয়ে জনমনে সৃষ্ট সংশয় দূর করার দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারের। বর্তমান নির্বাচন কমিশন সরকারের তল্পিবাহক হিসেবে বারবার পরিচয় দিচ্ছে। সিটি নির্বাচনে কমিশন আগের অবস্থা থেকে ফিরে না আসতে পারলে নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রহসনের কোনও প্রয়োজন নেই।’

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘ইভিএমের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হওয়ার সম্ভাবনা নেই। এই সরকারের অধীনে কোনও নির্বাচনই সুষ্ঠু হয়নি। এবারের সিটি নির্বাচনেও ব্যর্থ হলে সরকার ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার, তা নির্বাচন কমিশনকে করতে হবে। জনমনে নির্বাচন নিয়ে যে সংশয়, তা দূর করতে না পারলে জনগণ আর ক্ষমা করবে না।’

দলটির কাউন্সিলর প্রার্থীদের মধ্যে রয়েছেন: ২২ নম্বর ওয়ার্ড মো. তাইফুর রহমান, ১৪ ওয়ার্ড মো. আব্দুর রশিদ, ৫০ নম্বর ওয়ার্ড মো. শাহজাহান কবির, ৪৭ নম্বর ওয়ার্ড মো. আব্দুল করিম, ৫২ নম্বর ওয়ার্ড মনোয়ার হোসেন মনা, ৫৩ নম্বর মো. ইমানউদ্দিন, ৫৯ নম্বর ওয়ার্ড মো. মাছুম আহম্মদ, ৬০ নম্বর ওয়ার্ড মো. মাহবুব হোসেন মামুন, ৬১ নম্বর ওয়ার্ড মো. আব্দুস সাত্তার, ৬৪ নম্বর ওয়ার্ড মিজানুর রহমান, ৬৫ নম্বর ওয়ার্ড নূর এ আলম নকীব, ৬৬ নম্বর ওয়ার্ড ওয়াদুদ মিয়া, ৭০ নম্বর ওয়ার্ড জাহাঙ্গীর খান, ৬২ নম্বর ওয়ার্ড ডা. নূর মোহাম্মদ শাহ মুন্না, ৫১ নম্বর ওয়ার্ড রায়হান আহমদ, ৫৯ নম্বর ওয়ার্ড মো. শাহেদ হোসেন, ৪৮ নম্বর ওয়ার্ড সৈয়দ মো. সিদ্দিকুর রহমান, ৪৫ নম্বর ওয়ার্ড ফারুক হোসেন, ৪৬ নম্বর ওয়ার্ড মো. উজ্জ্বল এবং ৬৩ নম্বর ওয়ার্ড হাজী মো. ইসমাঈল হোসেন।