প্রধানমন্ত্রীর অনুরোধ মানতে আলেমদের প্রতি এম এ আউয়ালের আহ্বান

এম এ আউয়ালঘরেই মুসলমানদের নামাজ আদায় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অনুরোধ করেছেন, তা মানতে দেশের আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন এম এ আউয়াল। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে তার ব্যক্তিগত সচিব আরাফাত জামান রিফাত স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘এখনও দেশের আলেমরা করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মসজিদে নামাজ আদায় নিয়ে আলেমদের মাধ্যমে মুসলমানদের অনুরোধ জানানোর কথা আলোচনা হলেও তারা কর্ণপাত করেননি। মসজিদ ইবাদতের স্থান, তবে ঘরেও ইবাদতের বৈধতা ইসলামে আছে এবং আল্লাহর নবীর কোনও নিষেধাজ্ঞা নেই।’

এম এ আউয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার জাতির উদ্দেশে ভাষণে মুসলমান ধর্মাবলম্বীদের যে অনুরোধ করেছেন, করোনার সংক্রমণবন্ধে তার অনুরোধ ঐক্যবদ্ধভাবে মানলেই এই দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।’
সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘ইতোমধ্যে সারা পৃথিবীতে বিশেষ করে মুসলিমপ্রধান রাষ্ট্রগুলোও ধর্মীয় জমায়েত নিষিদ্ধ করেছে। এই জমায়েত প্রার্থনা থেকে নিষিদ্ধ নয়, একটি সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে এই নিষেধাজ্ঞা। সারা দুনিয়াতেই মুসলমানরা এবং অন্যান্য ধর্মাবলম্বীরা জমায়েত থেকে বিরত রয়েছে।’