স্বাস্থ্যসেবা আমলাদের হাত থেকে চিকিৎসকদের কাছে ফেরানোর দাবি ওয়ার্কার্স পার্টির

বঙ্গবন্ধুর কথা স্মৃতিচারণ করছেন রাশেদ খান মেনন

পরিপূর্ণ জাতীয় ঐক্যের ভিত্তিতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছে রাশেদ খান মেননের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি। স্বাস্থ্যসেবা খাতকে আমলাদের হাত থেকে নিয়ে পেশাদার রোগতত্ববিদ, ভাইরোলজিস্ট, মাইক্রো বায়োলজিস্ট ও চিকিৎসকদের সমন্বিত নেতৃত্বে পরিচালিত করার দাবি জানিয়েছে  দলটি।

শনিবার (৪ এপ্রিল) দলের পলিটব্যুরোর অনলাইন সভায় এ দাবি করা হয়। পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির সভাপতিত্বে সভাটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সঞ্চালন করেন সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। এতে যুক্ত ছিলেন পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিকসহ আরও কয়েকজন।

পলিটব্যুরোর সভা থেকে আরও কয়েকটি দাবি তোলা হয়। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, চিকিৎসক, চিকিৎসাকর্মী, সহায়তাকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার যথোপযুক্ত ব্যবস্থা করা এবং পিপিইর যথেচ্ছ ব্যবহার বন্ধ করা। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করোনা বীমার ব্যবস্থা করা। রফতানি শিল্পশ্রমিক-কর্মচারীদের মতো অপ্রাতিষ্ঠানিক শ্রমজীবী-কর্মজীবী, গ্রামীণ শ্রমজীবী নারী-পুরুষের জন্য বিশেষ তহবিল গঠন। শিল্পকারখানা, অফিস আদালতে কর্মী ছাটাই এক বছরের জন্য বন্ধ রাখা। সংবাদপত্র ও গণমাধ্যমগুলোকে স্বাধীন ও স্বচ্ছতার ভিত্তিতে সংবাদ প্রকাশের নিশ্চয়তা বিধান এবং বিশেষ করে  আইসিটি আইনের বিতর্কিত ধারাগুলো বাতিল করা