করোনার টিকা নিলেন মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাশেদ খান মেনন করোনার টিকা নেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

টিকা নেওয়ার প্রতিক্রিয়ায় মেনন বলেন, মানুষের মধ্যে ভয়-ভীতি কাটিয়ে সবাইকে করোনার টিকা নিতে হবে। করোনা মহামারি প্রতিরোধে অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে। জনগণকে টিকা নেওয়ার ক্ষেত্রে আরও বেশি মাত্রায় প্রচার-প্রচারণা চালাতে হবে। টিকা প্রদানের ক্ষেত্রে দুর্নীতি-অনিয়ম যেন না হয় সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রবিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজে টিকা নেন। আরও টিকা নেন তার স্ত্রী ও নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি তাসলিমা খাতুন।