হেফাজতের তাণ্ডবের বিরুদ্ধে জাসদের লাঠি মিছিল

দেশের বিভিন্ন স্থানে রবিবার (২৮ মার্চ)  কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ। এর প্রতিবাদ জানিয়ে এদিন লাঠি মিছিল করেছে দলটি।

রবিবার হরতাল চলাকালে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, বায়তুল মোকাররম মসজিদ, তোপখানা, পল্টন, বিজয় নগর এলাকায় লাঠি মিছিল করে জাসদ। দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

সাদ্দাজ হোসেন জানান, ‘রবিবার জাসদের নেতা-কর্মীদের ধাওয়ায় হেফাজতের সন্ত্রাসীরা তোপখানা এলাকা থেকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। জাসদের নেতাকর্মীরা লাঠি মিছিলের মাঝে মাঝে জাসদ চত্বর, জিরো পয়েন্ট, পল্টন মোড়ে সমাবেশ করেন। এসব সমাবেশে বক্তব্য রাখেন— জাসদের সহ-সভাপতি মীর হোসাইন আখতার, নুরুল আকতার, বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, দলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ। 

সমাবেশ ও মিছিলে আরও উপস্থিত ছিলেন— জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা প্রমুখ।