‘মামুনুলের বিরুদ্ধে জঙ্গিবাদ কানেকশনের অভিযোগ ভিত্তিহীন’

মাওলানা মামুনুল হককে জড়িয়ে জঙ্গি তথা পাকিস্তানি কানেকশনের যে অপবাদ দেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ  খেলাফত মজলিস।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দলটির আমির ইসমাঈল নূরপুরী এক বিবৃতিতে বলেন,  ‘জঙ্গিবাদের নীতি, আদর্শ বা পলিসির সঙ্গে আমাদের ন্যূনতম কোনও মিল নেই।’

বিবৃতিতে  তিনি আরও বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস একটি নিবন্ধিত ও নিয়মতান্ত্রিক সংগঠন।  আমাদের সকল কর্মসূচি প্রকাশ্যে ও পরামর্শের ভিত্তিতে হয়ে থাকে। এ সংগঠনের মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে জঙ্গিবাদের সঙ্গে কানেকশনের কোনও সুযোগ নেই। সোশ্যাল মিডিয়াসহ কিছু প্রচার মাধ্যম তিলকে তাল বানিয়ে প্রচার করে বেড়ায়। মিথ্যা সংবাদ প্রচার, মিথ্যা শিরোনাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আমরা এর নিন্দা জানাই। এ ব্যাপারে প্রশাসনসহ সকলকে সতর্ক থাকার আহ্বান জানাই। সত্য একদিন প্রকাশিত হবেই। সত্য কখনও লুকিয়ে থাকে না।’