ফিলিস্তিনে হামলার নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের

ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপরে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার (১৩ মে) এক বিবৃতিতে দলটির আমির মাওলানা ইসমাঈল নূরপুরী বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে ইসমাঈল নূরপুরী বলেন, ‘মসজিদে আকসায় প্রকাশ্যে মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন ও সহিংসতার ঘটনায় সারা বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো মুখ বন্ধ করে রেখেছে। কোনও মুসলমান অপর মুসলমানের ওপর অত্যাচার ও নির্যাতন দেখে চোখ বন্ধ করে রাখতে পারে না। রমজান মাসে অসহায় নিরস্ত্র ফিলিস্তিনি মুসলিমদের ওপরে ইসরায়েলি সৈন্যদের নির্বিচারে গুলি ও হামলায় প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে।’

বিবৃতি আরও বলা হয়, ‘আল আকসা রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, প্রতিটি মুসলমানের। ওআইসি ও মুসলিম রাষ্ট্রপ্রধানদের উচিত আন্তর্জাতিকভাবে এ হামলা প্রতিহত করার ব্যবস্থা গ্রহণ করা।’