ভোটার তালিকা নির্বাহী বিভাগে স্থানান্তর হবে অসাংবিধানিক: আবদুর রব

ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে স্থানান্তরে সরকারি উদ্যোগের ‘তীব্র নিন্দা’ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র একটি সমন্বিত প্রকল্প যা নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত হচ্ছে। প্রজাতন্ত্রের পক্ষে এ প্রকল্পের মালিকানা কেবল নির্বাচন কমিশনের। ভোটার তালিকার সমন্বিত এই প্রকল্প থেকে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম আলাদা করার কোন সাংবিধানিক ক্ষমতা নির্বাহী বিভাগের নেই।’

সোমবার (৭ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় আবদুর রব এসব কথা বলেন। তিনি বলেন, ভোটার তালিকার সমন্বিত প্রকল্প খণ্ডিতকরণ বা কমিশনের সম্পদ বা জনবল বিভক্তিকরণ, কিংবা ভোটার তালিকার ডাটাবেজ নির্বাহী বিভাগে স্থানান্তরকরণ- এ সবই হবে সংবিধান বহির্ভূত, বেআইনি এবং অসাংবিধানিক।

জেএসডি সভাপতি আরও বলেন, ‘ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্ত্বাবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণ দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত, যা সংবিধানের ১১৯ অনুচ্ছেদ নিশ্চিত করেছে। সুতরাং ভোটার তালিকা সংক্রান্ত কর্মে তদারক করা, নির্দেশ দেয়া এবং পরিচালনা করার ক্ষমতা কেবলমাত্র নির্বাচন কমিশনের।’

ভোটার তালিকা প্রণয়নে সারাদেশের সার্ভার স্টেশনসহ সকল ডাটাবেজ ‘নির্বাচন কমিশনের নিজস্ব সম্পত্তি’ উল্লেখ করে রব বলেন, ‘বিশ্বব্যাংকসহ দাতা সংস্থাগুলো ভোটার তালিকা প্রণয়নের জন্যই অর্থ জোগান দিয়েছে, নির্বাহী বিভাগের স্থাপনা বৃদ্ধির জন্য নয়। নির্বাচন কমিশন গত ১৩ বছর যাবত সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতায় যে দক্ষতার সাথে এ প্রকল্পের মাধ্যমে ডিজিটাল ভোটার তালিকা প্রণয়নের বিরল ইতিহাস সৃষ্টি করেছে, তা সরকারের রাজনৈতিক দুরভিসন্ধির নিকট কোনক্রমেই ধ্বংস হতে দেওয়া যায় না।’