ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি বাংলাদেশ ন্যাপের

ডিজিটাল নিরাপত্তা আইনে গত কয়েক বছর ধরে নাগরিকরা গ্রেফতার ও হয়রানির শিকার হয়েছেন অভিযোগ করে আইনটি বাতিলের দাবি করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বুধবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবি জানান।

তারা বলেন, গণমাধ্যমকর্মীদের কাজের সুযোগ সংকুচিত করার লক্ষ্যে প্রণীত নিবর্তনমূলক এই আইনটি অবিলম্বে বাতিল করা উচিত।

ন্যাপনেতারা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কিছু লিখলেই মামলা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে। ফলে প্রশ্ন উঠেছে- তাহলে কি এই আইন তৈরি হয়েছে শুধু ভিন্নমত দমনের জন্যই?