সরকারি হাসপাতাল এনজিওর হাতে ছাড়ার সিদ্ধান্ত আত্মঘাতী: বাম জোট

সরকারি হাসপাতাল নন গভর্নমেন্ট অরগানাইজেশনের (এনজিও) ব্যবস্থাপনায় ‘ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত’ আত্মঘাতী বলে মনে করে বাম গণতান্ত্রিক জোট। জোটের ভাষ্য, জনগণের স্বাস্থ্যের দায়িত্ব রাষ্ট্রের, সরকারের। কিন্তু সরকার বা রাষ্ট্র তার দায়িত্ব অস্বীকার করে জনগণের স্বাস্থ্য সেবার দায়িত্ব এনজিও’র কাছে হস্তান্তর করতে চাইছে যা বাস্তবে জনস্বাস্থ্যকে একটা বিপর্যয়ের মুখে ঠেলে দেবে।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে রাজেকুজ্জামান রতন স্বাক্ষরিত এক বিবৃতিতে বামজোট এ অবস্থান ব্যক্ত করে।

বিবৃতিতে বলা হয়, প্রকাশিত খবর অনুযায়ী মন্ত্রিপরিষদ এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতিমধ্যে চিঠি দিয়েছে। জনগণের চিকিৎসা ব্যয়ের প্রায় ৭৪ শতাংশ ব্যক্তিকে বহন করতে হয়। এনজিও’র কাছে ছেড়ে দিলে জনগণের ব্যক্তিগত চিকিৎসা ব্যয় আরও বেড়ে যাবে, এমনকি সাধারণ মানুষের নাগালের বাইরেও চলে যাবে।