রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণ নিশ্চিতে আরও ১০ বছর সময় দাবি

নির্বাচন কমিশনের পাঠানো চিঠির উত্তরে দলে নারীদের অংশগ্রহণ ৩৩ শতাংশ নিশ্চিত করতে আরও ১০ বছর সময় চেয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি নারীদের অংশগ্রহণের সময়সীমা ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর আহ্বান জানিয়েছে।

বুধবার (৩০ জুন) বিকালে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা ইসির পাঠানো চিঠির জবাবে এসব দাবি জানিয়েছি।’

নির্বাচন কমিশন থেকে পাঠানো চিঠি উত্তরে পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, নারীর অধিকার, মর্যাদা ও উন্নয়নের স্বার্থে পার্টির কেন্দ্রীয় কমিটিসহ সকল পর্যায়ের কমিটিতে ন্যূনতম এক তৃতীয়াংশ নারী সদস্য থাকা প্রয়োজন। এই লক্ষ্য পূরণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা থাকা প্রয়োজন।

পার্টির চিঠিতে রাজনৈতিক দলগুলোর উপর নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্তসমূহ চাপিয়ে না দিয়ে রাজনৈতিক দলসমূহের মতামত ও পরামর্শসমূহকেও নির্বাচন কমিশনের বিবেচনায় নেবার আহ্বান জানানো হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের স্বাক্ষরে নির্বাচন কমিশন বরাবর এই চিঠি পাঠানো হয়েছে।