X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

কায়সার কামালের বহিষ্কারের দাবি ব্যারিস্টার খোকনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৪, ১৯:১৯আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৯:১৯

দুই হাজার ৬০০ নারী আইনজীবীকে রক্ষার জন্যে ধর্ষক ও কুলাঙ্গার বলে অভিহিত করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। এ সময় কায়সার কামালকে সরকারের এজেন্ট, বালকসুলভ এবং নৈতিক স্খলনজনিত অপরাধে অপরাধী বলেও আখ্যা দেন তিনি।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে বারের এক নম্বর কক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্ভূত পরিস্থিতি নিয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের করা সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে লিখিত কোনও বক্তব্য না দিয়ে মৌখিক বক্তব্য দেন খোকন। তার পুরো সংবাদ সম্মেলনের বক্তব্যই ছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালকে ঘিরে। এ সময় খোকন দাবি করেন— আমাকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে করা বহিষ্কার করার কোনও ভিত্তি নেই। আমি জিয়াউর রহমানের সময় থেকে সেই ১৭-১৮ বছর বয়স থেকে বিএনপির ছাত্র রাজনীতিতে ছিলাম। এখনও আছি ভবিষ্যতেও থাকবো। তবে পদ-পদবী কোনও বিষয় না বলেও মন্তব্য করেন মাহবুব উদ্দিন খোকন।

তিনি আরও বলেন, ‘একজন আইনজীবীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করে ধরা খাওয়ার পর তার বিরুদ্ধে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন নেওয়ার সময় ভবিষ্যতে এমন অপরাধ আর কখনও করবেন না, বলে আন্ডারটেকেন দিয়েছিলেন কায়সার কামাল। পরে সেই নারীকে কাবিন ছাড়াই বিয়ে করেছেন তিনি।’

খোকন বলেন, ‘জাতীয়তাবাদী ফোরাম থেকে আমাকে অব্যহতি দেওয়ার কোনও বৈধতা নেই। কারণ, ফোরামের কোনও গঠনতন্ত্র নেই। গঠনতন্ত্র ছাড়া সংগঠন থেকে এর আগে যাদের বহিষ্কার করা হয়েছে, তাদের বহিষ্কারও সঠিক হয়নি।’

প্রসঙ্গত, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (দলের) সিদ্ধান্ত উপেক্ষা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করায় নবনির্বাচিত সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। তার প্রতিক্রিয়ায় আজ সংবাদ সম্মেলন করেন ব্যারিস্টার খোকন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
নির্বাচন বিলম্বিত হলে জনগণ রাস্তায় নামবে: ফারুক
বিএনপি নেতার বাড়ি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বিএনপি নেতার টাকা দাবির অডিও রেকর্ড ভাইরাল, ‘এডিটেড’ বলছেন অভিযুক্ত
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
মা দিবস উপলক্ষে কোথায় কী আয়োজন জেনে নিন
মা দিবস উপলক্ষে কোথায় কী আয়োজন জেনে নিন
আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা
আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান