‘অসৎ মিলার-ব্যবসায়ীদের যোগসাজশে চালের অস্বাভাবিক দাম’

মিলার ও ব্যবসায়ীদের অসৎ সিন্ডিকেটের যোগসাজশেই স্বেচ্ছাচারীভাবে চালের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক ও সাধারণ সম্পাদক আকবর খান।

রবিবার (১৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন তারা।

বিবৃতিতে ধানের ভরা মৌসুমে মোটা চালসহ চালের দামের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ক্ষেতমজুর ইউনিয়নের নেতারা।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সরকারের কাছে ৩০ লাখ মেট্রিক টনের ওপরে সংগ্রহ রয়েছে। বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এই অবস্থায় চালের দাম বাড়ার যৌক্তিক কোনও কারণ নেই।