মণি সিংহের ১২০তম জন্মবার্ষিকী কাল

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের উপদেষ্টা মণি সিংহের ১২০তম জন্মবার্ষিকী আগামীকাল (বুধবার) ২৮ জুলাই। এ উপলক্ষে সিপিবি ও  ‘মণি সিংহ মেলা উদযাপন কমিটি’ করোনা অতিমারির কারণে সীমিতভাবে কর্মসূচি হাতে নিয়েছে।

সিপিবি জানায়, মণি সিংহ ১৯০১ সালের ২৮ জুলাই কলকাতায় এক মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।

মনি সিংয়ের জন্মদিন উপলক্ষে রাজধানীর পোস্তগোলা শশ্মানঘাটে মণি সিংহ স্মৃতিস্তম্ভে এবং পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। নেত্রকোনার সুসং দুর্গাপুর টঙ্ক স্মৃতিসৌধে সংক্ষিপ্তাকারে মণি সিংহ মেলা উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া বিভিন্ন গণসংগঠন ৩ দিনব্যাপী মণি সিংহের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, গান, কবিতা পাঠ, সাংস্কুতিক অনুষ্ঠান  করবে।