গণটিকায় গণহতাশা তৈরি হয়েছে: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘গণটিকা কার্যক্রমে দুই দিনেই গণবিশৃঙ্খলা  ও গণহতাশা তৈরি হয়েছে। গণটিকাদান কর্মসূচিকে কেন্দ্র করে দেশের  কোথাও-কোথাও  এক ধরনের  নৈরাজ্যিক পরিস্থিতিও দেখা গেছে।’

রবিবার (৮ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এসব মন্তব্য করেন।

তিনি মনে করেন, সুনির্দিষ্ট ও সমন্বিত পরিকল্পনা  ও রোডম্যাপ না থাকায় গণটিকা কার্যক্রমে গণবিশৃঙ্খলা তৈরি হয়েছে।

বিবৃতিতে সাইফুল হক উল্লেখ করেন, কোথায়, কোন কেন্দ্রে  কত টিকা, কীভাবে দেওয়া হবে এবং টিকাদানে অগ্রাধিকারই বা কি হবে‑এ সমস্ত  বিষয়ে  সংশ্লিষ্ট  টিকা অঞ্চলে আগে থেকে  জনগণকে অবহিত করা হলে এই ধরনের  অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যেত; কেন্দ্রের জন্য নির্ধারিত টিকার সংখ্যার চেয়ে কয়েকগুণ মানুষ কেন্দ্রে  হাজির হতো না।