‘জাতীয় শিক্ষাক্রম-২০২০’  বাতিলের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

‘জাতীয় শিক্ষাক্রম-২০২০’ কে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পদক্ষেপ বলে আখ্যা দিয়ে বাতিলের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদ)।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা এবং সঞ্চালনা করেন  সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার। 

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি ‘জাতীয় শিক্ষাক্রম-২০২০’ অনুমোদিত হয়েছে। যা কার্যকর হবে ২০২৩ সাল থেকে। সরকার একে ‘যুগোপযোগী-কার্যকর’ পদক্ষেপ বলছে। কিন্তু বাস্তবে এ হলো শাসক শ্রেণির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের একটি পদক্ষেপ।  সামনের দিনে প্রযুক্তিগত উন্নয়নের ফলে একদল দক্ষ শ্রমিকের প্রয়োজন হবে। বাংলাদেশের শাসকরা সেই সুযোগটি কাজে লাগাতে চায়। ফলে শিক্ষা ব্যবস্থাকে সে অনুযায়ী গড়ে তোলার জন্যই এই শিক্ষাক্রম প্রণয়ন করেছে। মানুষকে শিক্ষা দেওয়া তার মূল লক্ষ্য নয়। এই শিক্ষাক্রমে এমন সব নীতি নেওয়া হয়েছে যা শিক্ষা ব্যবস্থায় ভয়ংকর বিপর্যয় নামিয়ে আনবে। 

বক্তারা আরও বলেন,  সামগ্রিক দিক থেকে বিবেচনা করে আমরা মনে করি জাতীয় শিক্ষাক্রম শিক্ষাক্ষেত্রে ভয়ংকর বিপর্যয় ডেকে আনবে। তাই এই শিক্ষাক্রম অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রচার প্রকাশনা সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ ও অর্থ সম্পাদক প্রগতি বর্মণ তমা।