কপালে যা লেখা আছে হবে কিন্তু ছাড় দেবো না: নুর

বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরল হক নুর বলেন, যদি নিজেদের ভালো চান ছাত্রলীগ-যুবলীগের লাগাম টেনে ধরুন। যদি সহ্যের সীমা ছাড়িয়ে যায় কপালে যা লেখা আছে হবে, ছাড় কিন্তু দেবো না। অনেক সহ্য করেছি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) গণ অধিকার পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এসব কথা বলেন। বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে কুমিল্লা, শরীয়তপুর, লক্ষ্মীপুর, জামালপুর, রাঙামাটি, পাবনা, কুড়িগ্রামের নাগেশ্বরীসহ দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।

এই সরকারের আয়ু শেষ হয়ে আসছে মন্তব্য করে সাবেক ঢাকসুর এই ভিপি বলেন, আমেরিকা যাকে ধরে তাকে কিন্তু ছাড়ে না। এই সরকারকে দেশের মানুষ অনেকদিন ধরেই ছাড়ার রাস্তা খুঁজছে। নুর বলেন, আমরা মরলে দুই চারটাকে নিয়া মরমু। ইতিহাসের পরিক্রমায় রক্ত ছাড়া মানুষের জীবন ছাড়া কোনও সংগ্রাম সফল হয় নাই। 

এসময় বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।