‘মুক্তিযুদ্ধে জনগণের বিজয়কে শাসকগোষ্ঠী ছিনিয়ে নিয়েছে’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মুক্তিযুদ্ধে জনগণের বিজয়কে শাসকগোষ্ঠী ছিনিয়ে নিয়েছে। একাত্তরে সালে অকুতোভয় জনগণের বিজয়কে শাসকরা পরাজয়ে পরিণত করেছে। তিনি বলেন, ‘আদর্শ আর নীতিহীন ক্ষমতার লোভে মানুষের ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে এক দমনমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে।’

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে সাইফুল হক এসব কথা বলেন। এসময় দলের নেতারাও উপস্থিত ছিলেন।

সাইফুল হক বলেন, একাত্তরের মতো জনগণকে আবারও ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের সাম্যভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার দিশায় দেশকে নিয়ে যেতে হবে।’

কর্মসূচিতে অংশগ্রহণ করেন— পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, এপোলো জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, কামরুজ্জামান ফিরোজ, অরবিন্দু বেপারি বিন্দু, ডা. মনোয়ার হোসেন, মহানগর কমিটির নেতা মোজাম্মেল হক, আবুল কালাম,সাইফুল ইসলাম, মো. সালাউদ্দিন প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন।