X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা

রংপুর প্রতিনিধি
০২ জুলাই ২০২৫, ০২:৫০আপডেট : ০২ জুলাই ২০২৫, ০২:৫০

জাতীয় ছাত্র-জনতার প্ল্যাটফর্ম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে রংপুর নগরীতে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বর থেকে শুরু হয়ে নগরীর ডিসি মোড়ে গিয়ে পদযাত্রার সমাপ্তি ঘটে।

তিন কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রায় এনসিপির শীর্ষ নেতারাসহ হাজারো মানুষ অংশ নেন। পথজুড়ে রংপুর শহরের মানুষ পদযাত্রায় একাত্মতা প্রকাশ করে যোগ দেন। পদযাত্রাটি নগরীর জেলা স্কুলের সামনে পৌঁছাতে সময় লাগে দুই ঘণ্টারও বেশি। রাত ৯টায় ডিসি মোড়ে আয়োজিত সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু করেছি। রংপুর থেকে জনগণকে সঙ্গে নিয়ে ঢাকায় সমাবেশ করবো, যেখানে জুলাই আন্দোলনের সনদ বাস্তবায়নের ডাক দেওয়া হবে। বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণকেই আমাদের একমাত্র শক্তি হিসেবে বিবেচনা করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ক্ষমতার রাজনীতি করি না, জনগণের স্বার্থে রাজপথে আছি এবং থাকবো। এই পদযাত্রা বিচারের দাবিতে, শোষণমুক্ত রাষ্ট্র গঠনের প্রত্যয়ে।’

সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘রংপুর অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শ্রম—সবক্ষেত্রেই এখানে উপেক্ষা চলছে। কৃষকরা ন্যায্য মূল্য পায় না, শ্রমিকরা পায় না তাদের ন্যায্য মজুরি। বাজেট বরাদ্দেও রংপুরকে উপেক্ষা করা হয়।’

তিনি সরকারপ্রধান শেখ হাসিনাকে ‘কালনাগিনী’ আখ্যায়িত করে বলেন, ‘এই কালনাগিনী দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, হাজার হাজার মানুষকে হত্যা ও পঙ্গু করেছে। যতদিন না তার বিচার হয়, আমাদের আন্দোলন চলবে। রংপুরবাসীর দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘জুলাই আন্দোলনে তরুণ সমাজ যে আশা জাগিয়েছিল, তা গত এক বছরে বাস্তব রূপ পায়নি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মতো মৌলিক দাবিগুলো এখনো অধরা। তাই আমরা ৬৪ জেলায় যাব, জনগণের মত শুনে একটি গণতান্ত্রিক ইশতেহার তৈরি করবো।’

তিনি জানান, ‘শহীদ আবু সাইদের কবর থেকে শুরু হওয়া এই পদযাত্রায় এনসিপির প্রায় সব কেন্দ্রীয় নেতা অংশ নিয়েছেন। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের সংগ্রামে আমরা পিছপা হবো না।’

সমাবেশে আরও বক্তব্য দেন, এনসিপি নেতা রফিকুল ইসলাম কনক, আব্দুল মুনীম, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব, শ্রমিক উইং নেতা আকিব উদ্দিন ও যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা প্রমুখ।

পদযাত্রা শেষে ঘোষণা দেওয়া হয়, এনসিপির কেন্দ্রীয় নেতারা বুধবার দলের সদস্যসচিব আখতার হোসেনের নির্বাচনি এলাকা রংপুর-৪ আসনের কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পদযাত্রায় অংশ নেবেন।

/ইউএস/
সম্পর্কিত
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
আবু সাঈদের পরিবার এখন সচ্ছল কোনও সমস্যা নেই, জানালেন তার মা
সর্বশেষ খবর
প্রথম রাউন্ডে জোকোভিচকে রক্ষা করেছে ‘অলৌকিক ওষুধ’!
প্রথম রাউন্ডে জোকোভিচকে রক্ষা করেছে ‘অলৌকিক ওষুধ’!
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো: ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
নতুন অর্থবছরের প্রথম দিনে মোংলা বন্দরে ১৪টি বিদেশি জাহাজ
নতুন অর্থবছরের প্রথম দিনে মোংলা বন্দরে ১৪টি বিদেশি জাহাজ
যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনুদান হবে সীমিত: রুবিও
যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অনুদান হবে সীমিত: রুবিও
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!