নাগরিক ঐক্য কল্যাণ রাষ্ট্র গড়তে পারবে: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, পরবর্তী নির্বাচন পর্যন্ত যে সরকার হবে— অন্তর্বর্তী সরকার বলেন, মধ্যবর্তী সরকার বলেন, যে সরকারই বলেন না কেন, সেই সরকার হতে হবে—যারা ধীরে ধীরে দেশকে একটা কল্যাণ রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারবে।  নাগরিক ঐক্য সেরকম একটা দেশ গড়তে পারবে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্য আয়োজিত ‘নিরাপদ সড়ক বাস্তবায়নে রাষ্ট্র ব্যবস্থার মেরামত চাই’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জনগণকে রক্ষা করতে বর্তমান সরকার ব্যর্থ মন্তব্য করে মান্না বলন, ‘জনগণকে রক্ষা করতে পারবেন না, নিজেদের লোকদেরও বাঁচাতে পারবেন না, অতএব চলে যান। এই সরকার চলে গেলে আরেকটা ডাকাত আসবে কেন? আমরা সরকার করবো, ওরা বাদ। আমরা জনগণের অধিকার দেবো, আমরা স্বাস্থ্য দেবো, শিক্ষা দেবো, সেবা দেবো, নিরাপদ সড়ক দেবো, নারীর সম্ভ্রম দেবো, গণতন্ত্র দেবো, ভোট দেবো। সব কর্মসূচি আমাদের কল্যাণ রাষ্ট্রের কর্মসূচি।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী। তিনি বলেন, ‘আন্দোলন অনেকভাবেই হয়। তবে আন্দোলন থেকে যে ধরনের চিন্তা সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছি, সেই চিন্তার জায়গা থেকে এই আন্দোলন অনেক পথ এগিয়ে গেছে। যারা নিরাপদ সড়কের সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার সম্পর্ক করতে জানে, সেটা একটা বড় ধরনের কাজ।’