গণতন্ত্র কবরে গেছে: জাফরুল্লাহ

দেশে গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে সব থেকে বড় ব্যর্থতা হলো—গণতন্ত্র কবরে গেছে। এখন ভোট হয় না। লোকে ভোট দিতে পারে না।’

সোমবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত ‘নাসিক নির্বাচনে কিশোর গ্যাংয়ের উত্থান, গড ফাদার কারা?’ ব্যানারে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকারের অবস্থা এত খারাপ যে, পশ্চিম দিগন্তে এই সরকারের বিরুদ্ধে ডঙ্কা বাজতে শুরু করেছে। এটা ঢাকতে দালাল নিয়োগ করা হয়েছে। দালালরা কখনও সত্যকে চাপা দিতে পারে না। সরকার উন্নয়নের কথা বলে, অথচ যে কাজ করা যেত ১০-১৫ হাজার কোটি টাকায়, সেটা ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সর্বত্র অনাচার-দুর্নীতিতে ছেয়ে গেছে। এখন বোঝার সময় হয়েছে যে, সরকারকে পদত্যাগ করা উচিত।’

এ সময় রাষ্ট্রীয় নানা কাজে বোন শেখ রেহানাকে যুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী।

মানববন্ধন থেকে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগরে কিশোর গ্যাং খ্যাত সন্ত্রাসীদের দ্বারা জাতীয় মানবাধিকার সমিতির নারায়ণগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য মোসা. মোরশেদার ওপর হামলার বিচার দাবি করেন জাতীয় মানবাধিকার সমিতির কর্মীরা।