ভিন্ন উদ্দেশ্যে বিধিনিষেধ জারি: ববি হাজ্জাজ

করোনা মোকাবিলায় সরকারের জারিকৃত নতুন বিধিনিষেধ বৈষম্যমূলক বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি মনে করেন, নিষেধাজ্ঞা আরোপের পেছনে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

ববি হাজ্জাজ বলেন, করোনা মোকাবিলায় নতুন জারিকৃত বিধিনিষেধ বৈষম্যমূলক। অফিস-আদালত শতভাগ খোলা রেখে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত ঢাকা নগরবাসীকে চরম ভোগান্তির মধ্যে ফেলবে। বাণিজ্য মেলা, হাটবাজার, শপিং মল, কারখানা, সিটি করপোরেশন নির্বাচন ইত্যাদি সব যখন চালু রয়েছে তখন রাজনৈতিক এবং ধর্মীয় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের পেছনে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে।

তার মন্তব্য, স্বাস্থ্যবিধি প্রতিপালনে এই মুহূর্তে এক জায়গায় বেশি জনসমাগম এড়িয়ে চলতে হবে কিন্তু সরকার বিজ্ঞানসম্মত উপায়ে পরিস্থিতি বিবেচনার সিদ্ধান্ত না নিয়ে ঢালাওভাবে বিধিনিষেধ আরোপ করেছে৷

হাজ্জাজের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মার্কিন নিষেধাজ্ঞা, নতুন নির্বাচন কমিশন গঠন ইত্যাদি বিষয়ে যখন রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে, তখন জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই সরকার এরকম হঠকারী সিদ্ধান্ত নিয়েছে।