নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি বামজোটের

নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার ও নির্বাচনি ব্যবস্থার  সংস্কার ছাড়া ভোটের অধিকার প্রতিষ্ঠা ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কোনও সুযোগ নেই, বলে জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। রবিবার (২০ ফেব্রুয়ারি) জোটের বৈঠকে নেতারা এ কথা জানান।  সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

জোটের নেতারা মনে করেন, সরকার অনুগত আর একটি নির্বাচন কমিশন বিদ্যমান গভীর রাজনৈতিক সংকটের সমাধান করবে না। সরকারকে পদত্যাগে বাধ্য করতে না পারলে ভোটের অধিকারসহ কোনও অধিকারই অর্জন করা যাবে না।

বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাম জোটের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, আবদুল্লাহ কাফি রতন, মানস নন্দি,  মোশাররফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, ইকবাল কবির জাহিদ, বাচ্চু ভূঁইয়া, আবদুল আলী, অধ্যাপক আবদুস সাত্তার, আকবর খান, শহীদুল ইসলাম সবুজ, মাসুদ রানা, বিধান দাস, রুবেল সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।