সরকার মানুষের অভাব নিয়ে খেলছে: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘মানুষের ক্রয়ক্ষমতা যদি তিন গুণ বাড়ে তাহলে টিসিবির পিছনে লাইন লাম্বা হয় কেন? সরকার জনগণকে নিয়ে, মানুষের অভাবকে নিয়ে একটা খেলা খেলছে।’

রবিবার (২৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পেশাজীবী সমাজ আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দারিদ্র মানুষ ট্রাকের পিছে দৌড়াচ্ছে। আর উনারা বলছেন—দেশ উন্নয়নের পিছে দৌড়ায়। আমার পেটে ক্ষুধার আগুন, আমি এই ফ্লাইওভার দিয়ে কি করবো? আমার পরনে কাপড় নাই, আমাকে জিডিপির কথা বলে লাভ কি?’

টিসিবির সব পণ্য প্রয়োজন নেই তাও মানুষকে তা নিতে হচ্ছে মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, সরকার টিসিবির পণ্য বাবদ ৫০০ কোটি টাকা বাজেট করেছে। সেই বাজেটে কার্ড করতে টাকা লাগবে। আবার সেই কার্ড পেতে গরিব মানুষকে ঘুস দিতে হবে। আর ৯৪০ টাকার প্যাকেজ তা হয়তো ৮০০ টাকায় কিনবে। প্যাকেটে যে পণ্য দেওয়া হয়, তার অনেক কিছুই মানুষের প্রয়োজন নেই। তার উপর সেগুলো পচা পণ্য। তার চাইতে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে প্রত্যেক মানুষের কাছে সেই ৫০০ টাকা পোঁছে দিলে তারা যা ইচ্ছে কিনে নিবে। এই টাকা দিয়ে আওয়ামী লীগের দালালরা ব্যবসা করবে—তা হবে না।

দেশের সকল রাজবন্দির মুক্তির দাবি জানিয়ে মান্না বলেন, ‘এই যে বেগম জিয়াকে জেলে রেখেছে, শুধু বেগম জিয়া নয়, বিএনপিসহ বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীকে বিনা বিচারে জেলে রেখেছে, ওদেরকে জেল থেকে বের করে আনতে হবে। দিন আসবে। জেলের তালা ভেঙে ওদের বের করে আনবো।'

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পেশাজীবী সমাজের অন্যান্য নেতারা।