‘মার্কিন নিষেধাজ্ঞায় ভারতের কাছে ধরনা দেওয়া দেশের জন্য অবমাননাকর’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে র‌্যাবের নিষেধাজ্ঞার ঘটনায় ভারতের কাছে ধরনা দেওয়ায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অবস্থান জানায় দলটি।

গণসংহতি আন্দোলনের দুই শীর্ষনেতা বলেন, ‘‘র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর গুম ও খুন এখন আর চাপা দেওয়া বিষয় নয়। বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক মহল থেকে বিচারবহির্ভূত হত্যা প্রসঙ্গকে দেশে-বিদেশে অনেকভাবে হাজির করা হয়েছে। বহুবছর ধরে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো গুম ও  খুন বন্ধ করার দাবি করে আসছে। সরকার এ বিষয়ে কোনও কর্ণপাত করেনি। উল্টো যথাযথ তদন্ত না করে ‘বন্দুকযুদ্ধ’,'ক্রসফায়ার'কে চালিয়ে যেতে দিয়ে এক অর্থে বৈধতা দিয়েছে।’’

‘সরকার আক্রান্ত পরিবারগুলোর দাবি এবং মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এখন যখন মার্কিন নিষেধাজ্ঞা এসেছে, তখন সরকারের হুশ জ্ঞান বিলোপ পেয়েছে। তারা ভারতের হাতে-পায়ে ধরছে।’ উল্লেখ করা হয় বিবৃতিতে।

সাকি ও রুবেল বিবৃতিতে বলেন, ‘গুম-খুনের

সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনাটাই হচ্ছে এ সমস্যার প্রকৃত সমাধান। এ সরকার সেটা কার্যকর করতে মোটেই সক্ষম নয়।’