মোদিবিরোধী বিক্ষোভে গ্রেফতার আলেমদের মুক্তি চান জাফরুল্লাহ

গত বছরের মার্চে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা আসেন। তার আগমন উপলক্ষে প্রতিবাদ কর্মসূচি পালন করার কারণে সারা দেশে গ্রেফতারকৃত দুই শতাধিক আলেমের মুক্তি চেয়েছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রবিবার (১মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি করেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গত বছর ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে সারা দেশের দুই শতাধিক নিরীহ আলেম ওলামাকে গ্রেফতার করে এক বছরের ওপর জেলে রেখেছে সরকার।’ তাদেরকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ বিবেচনায়, মানবিক ও  মহানুভবতায় মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান তিনি।