জনতার ঐক্য গড়ে তুলতে সচেষ্ট থাকবে গণফোরাম: মন্টু

গণফোরাম (একাংশের) কেন্দ্রীয় কমিটি সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘সারাজীবন দেখছি নির্বাচন যখন ঘনিয়ে আসে কেউ কেউ রাজনৈতিক জোট বা মোর্চার জন্য হুলস্থূল শুরু করে। নির্বাচন সামনে রেখে জোট হবে কিন্তু বর্তমান দখলদার সরকারের অধীনে কোনও নির্বাচন হলে সেখানে সুষ্ঠু নির্বাচনের সুযোগ নেই। তাই আমরা গণফোরাম নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলের পাশাপাশি জনতার ঐক্য গড়ে তুলতে সচেষ্ট থাকবো।’

শনিবার (১৪ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভায় মন্টু এ কথা বলেন।

সমাপনী বক্তব্যে মন্টু বলেন, ‘গণফোরামের মূল লক্ষ্য উদ্দেশ্য আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষভাবে করার জন্য অবশ্যই নির্বাচনকালীন সরকার সেটি জাতীয় বা তত্বাবধায়ক কিংবা তদারকি সরকার যে নামেই হোক গঠন করতে হবে। কোনও দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে দেওয়া হবে না। এই সেন্টিমেন্টের সঙ্গে দেশের জনগণ ঐক্যবদ্ধ।’

সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘আমরা অভিজ্ঞতার আলোকে মনে করি দলীয় সরকারের অধীনে বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। সেই লক্ষ্যেই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনে আর কোনও নির্বাচনে অংশগ্রহণ না করা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবীতে রাজপথের আন্দোলনে শরীক থাকার অঙ্গীকার ব্যক্ত করছে।’

নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ সরকারের অধীনে কোন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ নাই।’

সভায় আরও বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহসীন রশিদ, অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট আনসার খান, অ্যাডভোকেট ফজলুল হক সরকার, আব্দুল হাসিব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রওশন ইয়াজদানী প্রমুখ।

সভা সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম।