‘বিএনপির নেতৃত্বে দেশরক্ষার আন্দোলনে থাকবে এলডিপি’

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘এলডিপি বিএনপির নেতৃত্বে সরকার পতনের আন্দোলনে অংশ নেবে।’ শনিবার (১৪ মে) দুপুরে রাজধানীর উত্তরায় এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে সদ্য যোগদানকারী নেতাকর্মীরা সাক্ষাৎ করতে এলে তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। উল্লেখ্য গত বৃহস্পতিবার অলি আহমদের নেতৃত্ব ত্যাগ করে এলডিপি (আব্বাসী-সেলিম) অংশে যোগ দেন শতাধিক নেতাকর্মী।

শাহাদাত হোসেন সেলিম যোগদানকৃত নেতাদের উদ্দেশে বলেন, জাতীয়তাবাদী রাজনীতির গুরুত্বপূর্ণ একটি সময়ে এসে আপনাদের যোগদান দলকে শক্তিশালী করবে। আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে সেলিম বলেন, দেশের অবস্থা খুব ভালো নয়। বাংলাদেশের পরিণতি অনিবার্যভাবে শ্রীলঙ্কার দিকে যাচ্ছে কিনা, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এই অবস্থায় জাতীয়তাবাদী শক্তির কর্ণধার বিএনপির সঙ্গে জনমত গঠনে কাজ করবে এলডিপি।’

এসময় উপস্থিত ছিলেন, ড.আবু জাফর সিদ্দিকী, তমিজ উদ্দিন টিটু, সৈয়দ মো. ইব্রাহিম রওনক, ফরিদ আমিন, শফিউল বারী রাজু,আফজাল হোসেন, এ.এস.এম মহিউদ্দিন, রাশেদুল হোক,সাইফুল ইসলাম বাবু, মোহাম্মদ ফয়সাল, হাফেজ মাওলানা বদরুদ্দোজা, মাওলানা আব্দুল হাই নোমান প্রমুখ।