পদ্মা সেতুর জন্য শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ: নুর

পদ্মা সেতু আওয়ামী লীগ করে নাই, জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকায় শেখ হাসিনার সরকার করেছে। একটা ধন্যবাদ তারা পায়, ধন্যবাদ দিলাম। কিন্তু তাদের হিসাব দিতে হবে ১০ হাজার কোটি টাকার ব্যয় কীভাবে ৪০ হাজার কোটি টাকা হয়। চোরদের বিচার করতে হবে। যারা যারা পার্সেন্টিজ পেয়েছে তাদের জবাবদিহি করতে হবে।

শুক্রবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী যদি ২ কোটি টাকার জন্য জেলে যেতে পারে তাহলে কোটি কোটি টাকা লুটপাট, বিনা বিচারে মানুষ হত্যা এবং মানুষের ভোটের অধিকার হরণের বিচারও দেশের মাটিতে হবে।'

বিএনপির উদ্দেশে তিনি বলেন, 'বিদেশিদের অপেক্ষায় বসে থাকবেন না। তারা কখনোই কাউকে ক্ষমতায় বসাবে না। এ সরকারকে হঠাতে জনগণকে সংগঠিত করে রাস্তায় নামাতে হবে।'

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণ-অধিকার ও পেশাজীবী অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা।