‘পাদুকা শিল্প অবহেলিত’

পাদুকা শ্রমিক ও পাদুকা  শিল্প  বাঁচাতে আগামী জাতীয় বাজেটে বিশেষ থোক বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘বিশাল সম্ভাবনাময় এই খাত এখনও অবহেলিত। রাষ্ট্রীয় প্রণোদনা ও সহযোগিতা পেলে পাদুকা শিল্প খাত জাতীয় অর্থনীতিতে আরও  বড় ভূমিকা রাখতে পারবে।’

শুক্রবার (২০ মে) বিকালে  সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির মে দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অধিকার ও মুক্তি অর্জনে পাদুকা শ্রমিকদের আন্দোলন ও  সংগঠন আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

পাদুকা শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— সংগঠনের উপদেষ্টা বহ্নিশিখা জামালী আকবর খান, পাদুকা শ্রমিক নেতা বেলাল হোসেন অভি, আওলাদ হোসেন, নজরুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক নেতা মোফাজ্জল হোসেন মোশতাক, ফিরোজ আহমেদ, আল আমিন প্রমুখ।