মানুষ পেটের ক্ষুধায় রাজপথে নামবে: সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি  বলেছেন, ‘শত কোটি টাকা পাচার করবে, আর নানা রকম আইন করে, গুম-খুন করে, পুলিশ দিয়ে ভয় দেখিয়ে সরকার ভাবছে, চালিয়ে দিতে পারবে। আমরা পরিষ্কার করে বলি— ভয় চিরকাল কাজ করে না, এই পুলিশি দমন-পীড়ন জনগণ আর ভয় পাবে না। জনগণ ক্ষুধায় রাজপথে নামবে এবং এই সরকারের গদি ধরে টান দিয়ে খানখান করে ফেলবে।

শুক্রবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি এই সমাবেশের আয়োজন করে।

জোনায়েদ সাকি বলেন, ‘‘চিন্তা করে দেখুন, ঈদের আগে কীভাবে বাজার থেকে সয়াবিন তেল ‘নাই’ করে দিয়ে সরকারের সহয়তায় কতিপয় সিন্ডিকেট মানুষের পকেট থেকে শতশত কোটি টাকা হাতিয়ে নিলো।’’

তিনি আরও বলেন, ‘‘আমাদের বাণিজ্যমন্ত্রী বলেছেন, সয়াবিন তেল খাওয়া নাকি স্বাস্থ্যের জন্য খারাপ। এতদিন কোথায় ছিলেন। এতদিন সয়াবিন তেলের ব্যবসা হলো— তখন তো সয়াবিন তেল যে স্বাস্থ্যের জন্য খারাপ. সেটা তো মনে করিয়ে দিলেন না। মানুষের পকেট থেকে শত কোটি টাকা লুটপাট হয়ে গেলো, আর এখন বলছেন— ‘সয়াবিন খারাপ। সয়াবিনের বিকল্প সরিষা খোঁজেন, বেগুনের বিকল্প মিষ্টি কুমড়া।’ এসব বিকল্প আবিষ্কারে রপ্ত হয়েছেন এই ফ্যাসিবাদের সব মন্ত্রীরা।’’

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির নেতারা।