সিলেটে গণসংহতির ত্রাণ বিতরণ

সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে গণসংহতি আন্দোলন। বুধবার (২২ জুন) জেলার সদর উপজেলার শালুটিকর, টুকের বাজার ইউনিয়ন এলাকায়  বিশুদ্ধ পানি, খাবারসহ নানা ধরনের খাদ্যপণ্য বিতরণ করেন দলটির নেতারা। এদিন বিকালে দলের পক্ষ থেকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানানো হয়।

গণসংহতি জানিয়েছে, সিলেট সদর উপজেলার শালুটিকরে ৩০০ পরিবারে রান্না করা খাবার,বিশুদ্ধ পানির বোতল, শুকনো খাবার হিসেবে  চাল,ডাল,আলু, পেঁয়াজ ও লবণের প্যাকেট দেওয়া হচ্ছে। সিলেট সদর উপজেলা, টুকের বাজার ইউনিয়নে তারাপুর চা বাগানে ২০০ পরিবারে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

এছাড়া,গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের উদ্যোগে সিলেট অঞ্চলের ২টি আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার ও একটি বন্যাপ্লাবিত এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে— চাল, ডাল, পেঁয়াজ, আলু, এনার্জি বিস্কুট, লবণ, সাবান, খাবার পানি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট।

ত্রাণ কর্মসূচিতে অংশ নিয়েছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, সিলেট জেলার সংগঠক তমিশ্রা তিথি, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, বর্তমান সভাপতি মশিউর রহমান রিচার্ড-সহ সভাপতি সাদিক রেজাসহ স্থানীয় নেতাকর্মীরা।