তিন ধাপে নির্বাচন চায় তরিকত ফেডারেশন

তিন ধাপে জাতীয় সংসদ নির্বাচন চায় বাংলাদেশ তরিকত ফেডারেশন। সেই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণ চায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক এ দলটি। নির্বাচনি ব্যয় দ্বিগুণ করে ৫০ লাখ টাকা করারও প্রস্তাব করেছে দলটি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) নির্বাচন ভবনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংলাপে অংশ নিয়ে এ দাবি জনিয়েছে তরিকত ফেডারেশন। দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বাশার মাইজভাণ্ডারীর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে সংলাপে অংশ নেয়।

দলটির প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— সংসদ নির্বাচন দুই/তিন ধাপে অনুষ্ঠান। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ মনিটরিং সেল গঠন। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এমন দলের নিবন্ধন বাতিল ও নির্বাচনে অংশ গ্রহণে অযোগ্য ঘোষণা। সব স্থানীয় সরকার নির্বাচন শতভাগ ও সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম। ইভিএম সম্পর্কে ভোটারদের আস্থা ও বিশ্বাস অর্জন করার ব্যাপক প্রচারণা ও প্রদর্শনীর ব্যবস্থা। নির্বাচনি ব্যয় ২৫ লাখা টাকা থেকে বাড়িয়ে ৫০ লাখ টাকায় উন্নীতকরণ।

এছাড়া রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সে ব্যাপারে কঠোর সতর্কতা অবলম্বন করা। দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িতদের নির্বাচনে অংশগ্রহণ ও নির্বাচনে প্রভাব বিস্তার বন্ধে আইনি ব্যবস্থা গ্রহণ। স্থল ও নৌবন্দরের সঙ্গে সংযুক্ত সড়কে সভা-সমাবেশ বন্ধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতকরণ এবং প্রিজাইডিং ও পোলিং অফিসারদের সততার এবং পক্ষপাতিত্বহীনভাবে দায়িত্ব পালনে নজরদারি বাড়ানো।