বিশেষ অর্থনৈতিক প্যাকেজ গ্রহণের দাবি ইনুর

বৈশ্বিক সংকটে অর্থনীতি সচল, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে আগামী ছয় মাসের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

বুধবার (১০ আগস্ট) ঢাকাসহ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দলের আয়োজনে বঙ্গবন্ধু এভিনিউতে মানববন্ধন ও সমাবেশে ইনু এ দাবি জানান।

তিনি বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার করতে আর্থিক খাতসহ অর্থনীতির অন্যান্য খাতে সমন্বয় ও  দুর্নীতি-লুটপাট-অপচয় বন্ধ করতে হবে।’