‘৩০ বছরেও মেনন হত্যাচেষ্টার বিচার হয়নি’

৩০ বছরেও রাশেদ খান মেননকে হত্যাচেষ্টার বিচার ও তদন্ত হয়নি— বলে অভিযোগ করেছে ওয়ার্কার্স পার্টি।

বুধবার (১৭ আগস্ট) সন্ত্রাসবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক সভায় দলটির নেতারা এমন অভিমত প্রকাশ করেন।

দলীয়সূত্র জানায়, ১৯৯২ সালের ১৭ আগস্ট ওয়ার্কার্স পার্টির তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে রাশেদ খান মেননকে হত্যার জন্য গুলি করা হলে তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ ও পরে সিএমএইচ-এ তার চিকিৎসা ও অপারেশনের পর তাকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে নিয়ে যাওয়া হয়।

দলের নেতাদের অভিযোগ, রাশেদ খান মেননের হত্যাচেষ্টার ৩০ বছরেও তার প্রকৃত তদন্ত ও বিচার হয়নি। পার্টির তরফ থেকে এই হত্যাচেষ্টার পিছনে সেই সময় এ মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর হাত রয়েছে বলে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হলেও পুলিশ একটি দায়সারা তদন্ত করে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। পরে পার্টির তরফ থেকে পুনঃতদন্তের দাবির প্রেক্ষিতে অধিকতর তদন্তের পদক্ষেপ নেওয়া এবং বিচারকার্য সম্পন্ন করা হয়নি।