প্রীতম দাশের মুক্তির দাবি রাষ্ট্র সংস্কার আন্দোলনের

সংগঠনের নেতা গ্রেফতারকৃত প্রীতম দাশের মুক্তির দাবি জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। শনিবার (১০ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, গত ২৭ আগস্ট চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির সঙ্গে সংহতি জানিয়ে শ্রীমঙ্গলে একটি সংহতি সমাবেশের আয়োজন করেছিল রাষ্ট্র সংস্কার আন্দোলন। সেই সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের অনুসারীদের হামলায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয় কমিটির দুই সদস্য প্রীতম দাশ ও রিয়াজ খানসহ অন্তত ১০ জন আহত হয়।

নেতারা অভিযোগ করেন, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে দেশকে আবারও সংঘাতের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে।

সংবাদ সম্মেলনে ছিলেন– রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিবউদ্দিন হোসাইন, সাংগঠনিক সমালোচক রাখাল রাহা প্রমুখ।