সংবিধান নির্বাহী বিভাগের অধীন হয়ে পড়েছে: আ স ম রব

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জনগণের ভোটাধিকার, সমাবেশের অধিকার ও আইনের শাসন তথা প্রজাতন্ত্রের সংবিধান এখন নির্বাহী বিভাগের অধীন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ‘জাতীয় যুব পরিষদ’ এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় আ স ম আবদুর রব প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রের শাসন ব্যবস্থা আর আইন দিয়ে পরিচালিত হচ্ছে না, পরিচালিত হচ্ছে সরকারের ইচ্ছার ওপর। জনগণের ভোটবিহীন অনির্বাচিত সরকার রাষ্ট্রের তিনটি মৌলিক অঙ্গকে ধ্বংস করে দিয়ে রাষ্ট্রকে ভারসাম্যহীন করে ফেলেছে। এ ধরনের ভারসাম্যহীন রাষ্ট্রে গণতন্ত্রহীনতার কারণে অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং স্বাধীনতা ও দেশের অখণ্ডতা হুমকির মুখে পড়তে পারে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শামসুল আলম নিক্সন।