শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্মৃতিসৌধে দলগুলোর নেতারা শ্রদ্ধা জানান।

সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি। এ সময় উপস্থিত ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রমুখ।

শ্রদ্ধা নিবেদনের পর হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি-জামায়াতের ক্ষমতা পুনর্দখলের আন্দোলন আসলে রাজাকার আলবদরদের গোলাম আযম সৃষ্ট 'পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার' আন্দোলন। জাসদ, ১৪ দলসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের ক্ষমতা পুনর্দখলের আন্দোলন প্রতিহত করবে। বাংলাদেশের মাটিতে পাকিস্তানপন্থী রাজাকার আলবদর ও তাদের রাজনৈতিক সঙ্গীরা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না।’

সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘স্বাধীনতার ৫১ বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা হয়নি, এটা জাতীয় ব্যর্থতা।’

এবি-পার্টি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) রায়ের বাজার বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা অর্পণ করেছে আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি। শোক ও শ্রদ্ধা জানানো শেষে উপস্থিত শোকাহত নাগরিক ও গণমাধ্যমকর্মীদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, ‘৭১ এ বুদ্ধিজীবীরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন। শোষণ-জুলুমের বিপক্ষে দাঁড়িয়ে তারা জীবনের শেষ রক্তবিন্দু বিলিয়ে দিয়েছেন। অথচ এখন আমাদের দেশের বুদ্ধিজীবীরা বিভক্ত। তারা নানা মত ও মতাদর্শে অন্ধ হয়ে একে অপরের সাথে প্রাণঘাতী শত্রুতায় লিপ্ত। দুর্ভাগ্যজনকভাবে তাদের কেউ কেউ ফ্যাসিবাদেরও দোসর।’

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক বিএম নাজমুল হক, পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, যুবপার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক এম ইলিয়াস আলী, সহকারী প্রচার সম্পাদক মিনহাজুল আবেদীন শরিফ প্রমুখ।